হ্যাঁ রে আমি বড্ড সাধারন৷ তোদের মতন জয়েন্টের মাঠে ছুটিনি, পরীক্ষায় অাধ নম্বরের জন্য হত্যে দি'নি, রাত কাবার ঘুমের শ্রাদ্ধ করে পড়া মুখস্ত করিনি, ফি বছর নাচ গান খেলার মাঠে মেডেল জিতিনি এবং অতি সাধারন ভাবেই লেখাপড়ার পাঠ চুকিয়েছি৷
হ্যাঁ তবে বাঁচতে শিখেছি৷ অল্পে খুশী হতে পেরেছি৷ অামি জানি না তবে শিখতে পারি বলতে পেরেছি৷ রঙ্গঁ অার রঙ্গে তফাত জেনেছি৷ মোটের ওপর ভালোই আছি- তোদের চেয়ে ভালো না মন্দ সে ভাববার দরকার মনে করিনি!
No comments:
Post a Comment