বহুদিন ধরেই চলছিল৷
ট্যাঁসের মতন বাংলা ব্লগ ইংরিজী তে লিখিস কেন?
ও তোরা তো প্রবাসী, বাংলা টা বোধহয় সহজে আসে না৷
আরো আছে! লিখো শেষ হবার নয়
সব যে খারাপ তা নয়, কিছু কিছু, মানে বেশ কিছু ভালো কথা ও আছে৷
এত গঙ্জনা সইবে না ভাই, অগত্যা এই৷
যাই হোক, শুরু তো হয়েছে৷ তবে বহুদিন বাংলায় লেখার ওব্যেস নেই তাই হেঁচকীং দেহী!!
তবে হাল ছাড়ব না৷ গত বার বাবা আর ঈশ্বর বাবুর হাত ধরে খড়ি ভেঙেছি, এইবার স্বরচক্র
touch ধরে পুনরবৃত্তী৷
No comments:
Post a Comment